রুমায় প্রথমবারের মতো এনসিপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শৈহ্লাচিং মার্মা, রুমা (বান্দরবান) প্রতিনিধি
Oct 29, 2025 - 17:39
 0  3
রুমায় প্রথমবারের মতো এনসিপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রথমবারের মতো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বান্দরবান পার্বত্য জেলা সমন্বয়ক কমিটির উদ্যোগে রুমা উপজেলায় এক সাংগঠনিক সফর ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১টার দিকে রুমা সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় রুমা সদর ও গালেংগ্যা ইউনিয়নের জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ ও এনসিপি কর্মীরা অংশ নেন। সভায় ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা ও স্থানীয় সমস্যা সমাধানে করণীয়সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এনসিপির বান্দরবান জেলা মুখ্য সমন্বয়ক মোহাম্মদ শহিদুর রহমান সোহেল, যুগ্ম সমন্বয়ক তপন মারমা, খালেদ মোশারফ হোসেন, মো. আব্দুল্লাহ আল মামুন, আশরাফুল ইসলাম, অংথুই মারমা, সদস্য বিনয় জ্যৌতি চাকমা, সালাউদ্দিন, নেজাম উদ্দিন, জসীম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে রুমা উপজেলায় একটি শক্তিশালী ও কার্যকর সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে এনসিপি কাজ করে যাবে। তারা আরও জানান, স্থানীয় সমস্যার সমাধান ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় দলীয় ঐক্য এবং জনগণের মতামতকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে।

পরে এনসিপির নেতৃবৃন্দ রুমা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিংনু মারমা এবং গালেংগ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেনরত ম্রো–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow