ইটভাটায় বন বিভাগের হানা
বান্দরবানের আলীকদম উপজেলায় পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে বন বিভাগ। উপজেলার সদর ইউনিয়নে অবস্থিত এফবিএম (FBM) নামের একটি ইটভাটায় অভিযান চালিয়ে প্রায় ২০০০ ঘনফুট অবৈধ জ্বালানি কাঠ জব্দ করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড এলাকায় অবস্থিত ওই ইটভাটায় এই ঝটিকা অভিযান চালানো হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, তৈন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আরিফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অংশ নেন পান বাজার বিট কর্মকর্তা রেজাউল করিম এবং বিশেষ টহল দলের সদস্য রনি পারভেজসহ বন বিভাগের একটি চৌকস দল। অভিযানকালে ইটভাটাটিতে পোড়ানোর উদ্দেশ্যে অবৈধভাবে মজুদ করে রাখা বিপুল পরিমাণ বনের কাঠ জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত কাঠগুলো ট্রাকে করে পান বাজার বিট অফিস চত্বরে নিয়ে আসা হয়েছে।
এ বিষয়ে তৈন রেঞ্জ কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, "সরকারি আইন অমান্য করে বনের কাঠ ইটভাটায় পোড়ানো ও মজুদ করা দণ্ডনীয় অপরাধ। জব্দকৃত কাঠের বিষয়ে বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
পরিবেশ ও বনজ সম্পদ রক্ষায় বন বিভাগের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
What's Your Reaction?
আবু জুয়েল নুরখান, আলীকদম প্রতিনিধি, বান্দরবানঃ