একযোগে পাঁচ আ’লীগ নেতার পদত্যাগ
ফরিদপুরের সালথা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচজন নেতা একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামের চেয়ারম্যান বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।
পদত্যাগকারী নেতারা হলেন- মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আফসার উদ্দিন মাতুব্বর, সহ-সভাপতি মো. এসকেন মাতুব্বর, মাঝারদিয়া ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদ মোল্লা, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ইসহাক মাতুব্বর এবং উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মো. বছির মাতুব্বর।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তারা বলেন, মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আফসার উদ্দিন মাতুব্বরের নেতৃত্বে আমরা সবাই আজ থেকে আওয়ামী লীগের সব পদ-পদবি ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিচ্ছি। একই সঙ্গে আমরা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হচ্ছি এবং কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু আপার নেতৃত্বে রাজনীতি করব।
তারা আরও দাবি করেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা অবমূল্যায়ন ও রাজনৈতিক বৈষম্যের শিকার হচ্ছেন। এছাড়া স্থানীয় পর্যায়ে দলীয় কার্যক্রম নিষ্ক্রিয় হয়ে পড়া, নেতাকর্মীদের নিরাপত্তাহীনতা এবং রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চয়তার কারণেই তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানান।
সংবাদ সম্মেলনে সালথায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক পর্যবেক্ষকরা উপস্থিত ছিলেন। এ সময় তারা বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।
এ বিষয়ে সালথা উপজেলা আওয়ামী লীগের কোনো দায়িত্বশীল নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে রাজনৈতিক অঙ্গনে এই পদত্যাগকে আসন্ন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন স্থানীয় রাজনীতিবীদরা।
What's Your Reaction?
জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ