নওগাঁয় ট্রাক্টরের ধাক্কায় আদালতের কর্মচারী নিহত
নওগাঁয় বেপরোয়া গতির ট্রাক্টরের ধাক্কায় আদালতের এক কর্মচারী নিহতের ঘটনায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক ট্রাক্টরটি জব্দসহ চালককে আটক করেছে পুলিশ। নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দ্রুততম সময়ে এই সফলতা পায় সদর মডেল থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে নওগাঁ জেলা শহরের আদালতের সামনের প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আলী হাসান সরদার (৩৮)। তিনি নওগাঁর রানীনগর সহকারী জজ আদালতে নিম্নমান সহকারী পদে কর্মরত ছিলেন। ঘটনার সময় আলী হাসান মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক্টর তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনার পরপরই সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। তবে দুর্ঘটনার পরই ট্রাক্টর নিয়ে পালিয়ে যান চালক।
এ ঘটনায় নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তাঁর নির্দেশনায় নওগাঁ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল ও পার্শ্ববর্তী এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ শুরু করে। পুলিশের বিশেষ একটি দল চালককে শনাক্ত করতে সক্ষম হয়।
এরই ধারাবাহিকতায় সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে পলাতক ট্রাক্টর চালক শ্রী সত্যেন কুমারকে (৩৪) গ্রেপ্তার করা হয়। সত্যেন কুমার নওগাঁ সদর উপজেলার দাঁদকান্দি হিন্দুপাড়া গ্রামের মৃত চিরঞ্জনের ছেলে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ঘাতক ট্রাক্টরটিও জব্দ করে পুলিশ।
নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নে পুলিশ নিয়মিত কাজ করে যাচ্ছে। বেপরোয়া যান চলাচল রোধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
What's Your Reaction?
আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ