নওগাঁর আত্রাইয়ে উন্মুক্ত লটারিতে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Aug 6, 2025 - 15:37
 0  4
নওগাঁর আত্রাইয়ে উন্মুক্ত লটারিতে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ

তদবির বা স্বজনপ্রীতির কোনো সুযোগ না রেখে, সম্পূর্ণ স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ায় নওগাঁর আত্রাইয়ে সম্পন্ন হলো সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ। উন্মুক্ত লটারির মাধ্যমে ভাগ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উপজেলার তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্টের জন্য ডিলারের দায়িত্ব পেলেন তিনজন ভাগ্যবান ব্যক্তি।

বুধবার (৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই ব্যতিক্রমী লটারি অনুষ্ঠিত হয়। উপজেলার ৩টি ডিলার পয়েন্টের বিপরীতে আবেদন করেছিলেন মোট ৪৬ জন প্রার্থী। পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই শেষে ২০টি আবেদন বাতিল করা হয় এবং অবশিষ্ট ২৬ জন বৈধ প্রার্থীকে নিয়ে এই উন্মুক্ত লটারির আয়োজন করা হয়।

উপস্থিত সকলের সামনে অনুষ্ঠিত এই ভাগ্য নির্ধারণী লটারিতে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন পয়েন্টের জন্য জাহাঙ্গীর আলম, আহসানউল্লাহ হাইস্কুল পয়েন্টের জন্য মোফাখারুল এবং সাহেবগঞ্জ বাজার পয়েন্টের জন্য মাহাবুব করিম চূড়ান্তভাবে ডিলার হিসেবে নির্বাচিত হন।

ডিলার নিয়োগ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) মো. রাকিবুল হাসান। তিনি তার বক্তব্যে বলেন, "লটারির মাধ্যমে ডিলার নির্বাচন একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক পদ্ধতি। এতে সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করা যায় এবং অনিয়ম বা দুর্নীতির কোনো সুযোগ থাকে না।"

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শামসুন্নাহার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোলাম রাব্বানী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি ফরিদুল আলম পিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নতুন নিয়োগপ্রাপ্ত ডিলাররা খুব শিগগিরই সরকার নির্ধারিত খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রম শুরু করবেন। এই স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়াকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow