নওগাঁর আত্রাইয়ে উপজেলা বিএনপি'র মতবিনিময় সভা অনুষ্ঠিত

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Sep 23, 2025 - 19:36
 0  4
নওগাঁর আত্রাইয়ে উপজেলা বিএনপি'র মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে আত্রাই উপজেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় দলীয় কার্যালয়ে আগামী শারদীয় দুর্গোৎসব ও ১৬ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন

উপলক্ষে এক সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আত্রাই উপজেলা বিএনপি'র সভাপতি এস এম রেজাউল ইসলাম রেজুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিনের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর, মো. আবু বক্কর সিদ্দিক, যুব বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. আজাদ আলী প্রাং প্রমুখ।

সভায় সভাপতি এস এম রেজাউল ইসলাম রেজু তার সমাপনী বক্তব্যে বলেন, সকল ধর্মীয় ও সামাজিক উৎসবই আমাদের মিলিতভাবে সম্পন্ন করতে হবে। এটি আমাদের দেশের সমৃদ্ধিশীল সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ।

তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সর্বস্তরের মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান পুনর্ব্যক্ত করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনসহ দেশের সকল স্তরের নির্বাচন সুষ্ঠু, অবাধ,

অংশগ্রহণমূলক ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি জোরালো গুরুত্বারোপ করেন। তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আস্থা রেখে এবং শৃঙ্খলা মেনে সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow