হাদি হত্যার বিচার দাবিতে রাণীনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ
Dec 19, 2025 - 19:59
 0  1
হাদি হত্যার বিচার দাবিতে রাণীনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

নওগাঁর রাণীনগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাণীনগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাত্র পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

বিকেল সাড়ে ৪টা এ রাণীনগর শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গোলচত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় রাণীনগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রুহুর আমিন রিমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির, নওগাঁ–৬ আসনের ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মোস্তফা ইবনে আব্বাস, শিক্ষক নজরুল ইসলাম, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মো. কবির, আমির হামজা প্রমুখ।

বক্তারা বলেন, হাদি হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তির ওপর হামলা নয়; এটি মতপ্রকাশ ও প্রতিবাদের কণ্ঠ রুদ্ধ করার অপচেষ্টা। তাঁরা অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

সভা শেষে শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow