রাণীনগরে জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ
Jan 8, 2026 - 17:22
 0  11
রাণীনগরে জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নওগাঁর রাণীনগরে তীব্র শীতে জনজীবন যখন বিপর্যস্ত, তখন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ‘জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’। সংগঠনটির রাণীনগর উপজেলা শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে উষ্ণতার পরশ হিসেবে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) উপজেলার রাণীনগর বাজার খাদ্যগুদাম রোড এলাকায় এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। এদিন সংগঠনের পক্ষ থেকে স্থানীয় ৮০ জন অসহায় ও দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, রাণীনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা কাজী মো. মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের নওগাঁ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মুফতি মো. রাশেদ ইলিয়াস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান উপদেষ্টা মাওলানা আনোয়ার হোসেন, উপদেষ্টা মুফতি আব্দুর রউফ ও হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিক। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাণীনগর শের-এ বাংলা সরকারি কলেজের প্রভাষক মতিউর রহমান স্বপনসহ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow