ফরিদপুরে যানজট নিরসনে জেলা প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Oct 29, 2025 - 17:43
 0  3
ফরিদপুরে যানজট নিরসনে জেলা প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত

ফরিদপুর শহরের যানজট নিরসন ও ইজিবাইক-ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে বারোটার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল পিপিএম, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, ফরিদপুর-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও দলটির কেন্দ্রীয় শুরা সদস্য প্রফেসর আব্দুত তাওয়াব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার সাবেক সদস্য সচিব সোহেল রানা, জাতীয় নাগরিক পার্টি ফরিদপুর জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী সাইফ হাসান খান, জুলাই যোদ্ধা মাহমুদুল হাসান ওয়ালিদ, আবরার নাদিম ইতুসহ অটোরিকশা মালিক, চালক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় শহরকে আরও বাসযোগ্য করে তোলার পাশাপাশি যানজট সমস্যার কার্যকর সমাধানে বিভিন্ন প্রস্তাব আলোচনা করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তাব করা হয়— ফরিদপুর পৌরসভার অটোরিকশা ও ইজিবাইকগুলোকে নির্দিষ্ট দুই রঙে (যেমন লাল ও হলুদ) চিহ্নিত করে সপ্তাহে নির্দিষ্ট দিনে চলাচলের ব্যবস্থা করা, জেলার অন্যান্য উপজেলা ও সদর উপজেলার ইউনিয়নসমূহের অটোরিকশার শহরে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা এবং ফুটপাত দখলমুক্ত করে নির্দিষ্ট স্থানে হকারদের দোকান বসানোর উদ্যোগ নেওয়া।

সভায় অংশগ্রহণকারীরা এসব প্রস্তাবে নিজেদের মতামত প্রদান করেন এবং শৃঙ্খলাপূর্ণ শহর গঠনে সকলে সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow