খোকসায় মেগা ফুটবল টুর্নামেন্টের তৃতীয় খেলা অনুষ্ঠিত
কুষ্টিয়ার খোকসায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মেগা ফুটবল টুর্নামেন্টের তৃতীয় খেলা।
বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই খেলায় মুখোমুখি হয় কুমারখালী ফুটবল একাদশ ও পাংশা ফুটবল একাদশ। খেলায় কুমারখালী ফুটবল একাদশ ২-১ গোলে পাংশা ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয়।
রোমাঞ্চকর এই খেলায় অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন কুমারখালীর তাইবুর। তাকে পুরস্কার প্রদান করেন আরমান খেলাঘরের পক্ষ থেকে আয়োজকরা।
খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন এবং খোকসা থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম।
এছাড়া, টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন খোকসা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও খোকসা যুবসংঘ ও পাঠাগারের সাধারণ সম্পাদক নাফিজ আহম্মেদ খান রাজু।
খেলার পুরো সময়জুড়ে মাঠে ছিল দর্শকদের উচ্ছ্বাস ও করতালির ঢেউ, যা খোকসা জুড়ে এক উৎসবের আমেজ তৈরি করে।
What's Your Reaction?
সাজ্জাদ আহম্মেদ, খোকসা প্রতিনিধি, কুষ্টিয়া