মেয়ের বিয়ের আনন্দ কেড়ে নিল ডাকাত দল

মেয়ের বিয়ের ঠিক আগের রাতে যে বাড়িতে উৎসবের আমেজ থাকার কথা, সে বাড়িতেই ঘটে গেল এক ভয়াবহ ডাকাতি। কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের এই চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার মূল পরিকল্পনাকারী কুখ্যাত ডাকাত কাদের মোল্লাকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় এ পর্যন্ত দুইজনকে গ্রেফতার করা হলো।
ঘটনার সূত্রপাত গত ২০শে জুলাই। ইসলামপুর গ্রামের বিধান কুমার রায়ের মেয়ের বিয়ের দিন ছিল সেদিন। কিন্তু বিয়ের আগের রাতেই একদল ডাকাত হানা দেয় তার বাড়িতে। ডাকাতরা পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মোট ২ লাখ ৯৬ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এই ঘটনায় বিধান কুমার রায় বাদী হয়ে ১০-১২ জন অজ্ঞাতনামা ডাকাতের বিরুদ্ধে খোকসা থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।
মামলার তদন্তে নেমে খোকসা থানা পুলিশ এই ডাকাতির মূল হোতা হিসেবে কাদের মোল্লাকে শনাক্ত করে। সোমবার (২৮ জুলাই) রাতে পুলিশ অভিযান চালিয়ে খোকসা উপজেলার বশোয়া গ্রাম থেকে কাদের মোল্লাকে গ্রেফতার করে। কাদের মৃত ধেনু মোল্লার ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাদের মোল্লা ডাকাতির কথা স্বীকার করেছে এবং তার সহযোগীদের নাম প্রকাশ করেছে। ঘটনার সত্যতা স্বীকার করায় তার জবানবন্দী রেকর্ডের জন্য তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত কাদের মোল্লার বিরুদ্ধে আগেও অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড রয়েছে। এর আগে সে রাজবাড়ীর পাংশা থানায় একটি ডাকাতির ঘটনা ঘটিয়েছিল এবং তার বিরুদ্ধে আরও একটি মামলা রয়েছে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, "এই ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।"
What's Your Reaction?






