পোস্টাল ব্যালটে ভোটদান নিয়ে সরকারি কর্মকর্তাদের অবহিতকরণ সভা

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Dec 23, 2025 - 13:43
 0  6
পোস্টাল ব্যালটে ভোটদান নিয়ে সরকারি কর্মকর্তাদের অবহিতকরণ সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে ভোটাধিকার প্রয়োগে যেন কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী বঞ্চিত না হন—সে লক্ষ্যেই রাঙ্গামাটির কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো পোস্টাল ব্যালটে ভোটদান প্রক্রিয়া বিষয়ক এক অবহিতকরণ সভা ও কর্মশালা। নিজ কর্মস্থল থেকে দূরে অবস্থানরত ভোটারদের জন্য এই ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়নে সভায় দেওয়া হয় বিস্তারিত দিকনির্দেশনা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রুহুল আমিন।

সভা শুরুর পর কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পাড়িয়াল প্রজেক্টরের মাধ্যমে ‘postal vote bd’ অ্যাপ ব্যবহার করে রেজিস্ট্রেশন ও ভোটদান প্রক্রিয়ার ওপর একটি বিস্তারিত ভিডিও উপস্থাপন করেন। এতে ধাপে ধাপে অ্যাপ ব্যবহারের নিয়ম, প্রয়োজনীয় তথ্য প্রদান এবং ব্যালট গ্রহণের প্রক্রিয়া তুলে ধরা হয়।

সভায় ইউএনও মো. রুহুল আমিন বলেন, নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত ভোটারদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দিতে অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। তিনি জানান, “রেজিস্ট্রেশন সম্পন্ন করার শেষ সময় আগামী ২৫ ডিসেম্বর। নির্ধারিত সময়ের মধ্যে সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীকে নিজ দায়িত্বে রেজিস্ট্রেশন শেষ করতে হবে। ব্যালট পাঠানোর ঠিকানা সঠিকভাবে প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

কর্মশালায় উপস্থিত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের তাৎক্ষণিকভাবে অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করানো হয়। একই সঙ্গে তাঁদের অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এনামুল হক হাজারী, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow