খোকসায় নির্বাচনী পোস্টার–ব্যানার অপসারণ কার্যক্রম পরিদর্শন
নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার ও ব্যানার অপসারণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন নবাগত পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা: তাসমিন জাহান।
রবিবার (২১ ডিসেম্বর) তিনি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি স্থাপনা ও জনসমাগমপূর্ণ এলাকায় চলমান পোস্টার–ব্যানার অপসারণ কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় নির্বাচন কমিশনের নির্দেশনা ও প্রযোজ্য নির্বাচনী নীতিমালা কঠোরভাবে অনুসরণ করে সকল অবৈধ পোস্টার ও ব্যানার অপসারণের নির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী মোঃ মামুনুর রশিদ, কর নির্ধারক শামীম আহমেদ বাবু, স্টোরকিপার রবিন রায়হান জসিম, কনজারভেন্সি ইন্সপেক্টর সাজ্জাদ আহমেদ আজমলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাঁরা পৌর এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সুষ্ঠু ও সুশৃঙ্খল নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সার্বিক সহযোগিতা করেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা: তাসমিন জাহান বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। আইন অমান্য করে কেউ পোস্টার বা ব্যানার স্থাপন করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় প্রশাসনের এই উদ্যোগে সাধারণ জনগণের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে বলে জানা গেছে।
What's Your Reaction?
খোকসা প্রতিনিধি, কুষ্টিয়াঃ