দিনাজপুর-৬ আসনে গণঅধিকার পরিষদের জনসংযোগ কার্যক্রম

মেসবাহ সৌরভ, নবাবগঞ্জ প্রতিনিধি, দিনাজপুরঃ
Oct 4, 2025 - 16:29
 0  8
দিনাজপুর-৬ আসনে গণঅধিকার পরিষদের জনসংযোগ কার্যক্রম

দিনাজপুর-৬ আসনে (নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট, হাকিমপুর) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী বুলবুল আহম্মেদ জনসংযোগ কার্যক্রম পরিচালনা করেছেন।

শনিবার (৪ অক্টোবর) তিনি বিরামপুর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় তিনি গণতন্ত্র, ন্যায়বিচার, জনগণের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন – “গণঅধিকার পরিষদ সর্বদা জনতার অধিকার আদায়ের আন্দোলনে আছে। ভিপি নূরের নেতৃত্বে আমরা গণমানুষের স্বার্থে কাজ করে যাচ্ছি। তাই আসন্ন নির্বাচনে দিনাজপুর-৬ আসনের জনগণকে আহ্বান জানাই - ট্রাক মার্কায় ভোট দিয়ে আমাদের বিজয়ী করুন।”

জনসংযোগ শেষে বুলবুল আহম্মেদ ঢাকা মোড়ে এক সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং উপস্থিত জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, তিনি গণঅধিকার পরিষদের পক্ষ থেকে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow