মাগুরায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ওষুধ ব্যবসায়ীর
মাগুরার মহম্মদপুরে সড়ক দুর্ঘটনায় মো. বজলুর রহমান (৬২) নামে এক প্রবীণ ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার গোপালপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত বজলুর রহমান মহম্মদপুর উপজেলার চিত্তবিশ্রাম গ্রামের মৃত আলহাজ্ব মোন্তাজ উদ্দিন মোল্যার ছেলে। তিনি মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটসংলগ্ন ‘হালিমা ফার্মেসি’র স্বত্বাধিকারী ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে বের হয়েছিলেন বজলুর রহমান। পথিমধ্যে উপজেলার গোপালপুর এলাকায় প্রয়াত আফসার উদ্দিন মাস্টারের বাড়ির সামনে পৌঁছালে, বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই নসিমনের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে, জনপ্রিয় এই ব্যবসায়ীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁকে একনজর দেখতে হাসপাতালে শত শত মানুষ ভিড় জমান। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
What's Your Reaction?
বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ