সামাজিক অবক্ষয় রুখতে মহম্মদপুরে ‘ধর্ষণ প্রতিরোধ মঞ্চ’-এর আত্মপ্রকাশ

ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় নিয়ে মাগুরার মহম্মদপুরে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ‘ধর্ষণ প্রতিরোধ মঞ্চ’। মোঃ সুয়াইম আহম্মেদ জীবনকে আহ্বায়ক এবং মোঃ রাশেদুল ইসলামকে সদস্য-সচিব করে গঠিত নতুন আহ্বায়ক কমিটি উপজেলা জুড়ে ব্যাপক সচেতনতামূলক ও প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনার ঘোষণা দিয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে প্রেসক্লাব মহম্মদপুরে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার মাধ্যমে সংগঠনটির মাগুরা জেলা কমিটি অনুমোদিত নতুন এই কমিটির আত্মপ্রকাশ ঘটে। অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতারা তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং ধর্ষণমুক্ত সমাজ বিনির্মাণে গণমাধ্যমসহ সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে কমিটির আহ্বায়ক মোঃ সুয়াইম আহম্মেদ জীবন বলেন, "আমরা শুধু প্রতিবাদেই সীমাবদ্ধ থাকতে চাই না, ধর্ষণের বিরুদ্ধে প্রতিটি গ্রাম ও পাড়ায় সচেতনতার দুর্গ গড়ে তুলতে চাই। আমাদের লক্ষ্য একটি নিরাপদ সমাজ, যেখানে নারীরা নির্ভয়ে পথ চলতে পারবে।" সদস্য-সচিব মোঃ রাশেদুল ইসলাম এবং মুখপাত্র জান্নাতুল মাওয়া তাদের বক্তব্যে এই সামাজিক আন্দোলনকে সফল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।
প্রেসক্লাব মহম্মদপুর-এর সভাপতি মোঃ আজিজুর রহমান টুটুলের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, সিনিয়র সাংবাদিক এস আর এ হান্নান, সাপ্তাহিক মহম্মদপুর বার্তার সম্পাদক সালাহ্উদ্দিন আহম্মেদ মিল্টন এবং সাংবাদিক মোঃ খায়রুল ইসলাম। তারা ধর্ষণ প্রতিরোধ মঞ্চের সকল ইতিবাচক কাজে সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানটি দক্ষতার সাথে সঞ্চালনা করেন প্রেসক্লাব মহম্মদপুরের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুন নবী।
What's Your Reaction?






