বিজয়নগরের বিলে শাপলার শুভ্র মেলা, প্রকৃতির নৈসর্গিক রূপে মুগ্ধ দর্শনার্থীরা

বর্ষার জলে যেন কেউ বিছিয়ে দিয়েছে দুধ-সাদা এক গালিচা। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের খাল-বিল জুড়ে এখন এমনই নয়নাভিরাম দৃশ্য। উপজেলার চান্দুরা ও ছতরপুরের জলাশয়গুলোতে ফুটে থাকা অজস্র সাদা শাপলা সবুজ পাতার ফাঁকে মাথা তুলে স্বাগত জানাচ্ছে প্রকৃতিপ্রেমীদের। এই স্বর্গীয় সৌন্দর্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন শত শত দর্শনার্থী।
চান্দুরা-সিলেট মহাসড়কের পাশেই এই শাপলার রাজ্য। সকালের স্নিগ্ধ রোদ বা বিকেলের নরম আলোয় যখন মৃদু বাতাসে দুলতে থাকে শাপলারা, তখন তৈরি হয় এক অপার্থিব দৃশ্য। অনেকেই ছোট ছোট নৌকায় ভেসে বেড়াচ্ছেন বিলের এপার-ওপার, ক্যামেরার ক্লিকে ধরে রাখছেন প্রকৃতির এই অমূল্য মুহূর্ত। কেউ কেউ আবার চুপচাপ বসে উপভোগ করছেন প্রকৃতির এই নিঃশব্দ কবিতা।
দর্শনার্থীদের কাছে এই দৃশ্য কেবল চোখের প্রশান্তি নয়, বরং ফেলে আসা শৈশবের স্মৃতি রোমন্থন। তাদের মতে, “ছান্দুরা ও চতরপুর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বর্ষায় নতুন রূপ নেয়। সাদা শাপলা শুধু একটি ফুল নয়, এটি আমাদের আত্মার প্রতিচ্ছবি। এর সাদামাটা সৌন্দর্যে যেন গ্রামের মানুষের সরলতা মিশে আছে।”
স্থানীয়দের কাছে জাতীয় এই ফুল বর্ষার এক অনন্য প্রাকৃতিক অলংকার। থইথই পানির বুকে শাপলার এই সমারোহ পুরো গ্রামকেই করে তুলেছে ছবির মতো সুন্দর। তাদের আশা, প্রশাসন যদি এই প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণে এগিয়ে আসে, তবে এই এলাকাটি ভ্রমণপিপাসুদের জন্য হয়ে উঠতে পারে এক দারুণ পর্যটন কেন্দ্র, যা তুলে ধরবে গ্রামীণ জনপদের শান্ত ও স্নিগ্ধ জীবনধারাকে।
What's Your Reaction?






