বান্দরবানের থানচিতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Sep 3, 2025 - 13:36
 0  1
বান্দরবানের থানচিতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বান্দরবানের থানচি উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ‘গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ বছর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (০৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপি এক উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা।

এদিন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় অর্ধ হাজার নেতাকর্মীর অংশগ্রহণে থানচি বাজার থেকে একটি বর্ণিল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। ব্যান্ড পার্টির তালে তালে মিছিলে চারপাশ মুখরিত হয়ে ওঠে। নেতাকর্মীরা দলের ব্যানার, ফেস্টুন ও ধানের শীষের প্রতিকৃতি হাতে নিয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হোটেল ডিসকভারি প্রাঙ্গণে সমবেত হন। র‍্যালি চলাকালে 'প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ' স্লোগানে রাজপথ প্রকম্পিত হয়ে ওঠে।

শোভাযাত্রা শেষে বাজার সংলগ্ন তংমাহাং রেস্টুরেন্ট প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান জেলা পরিষদের সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি খামলাই ম্রো।

খামলাই ম্রো তার বক্তব্যে পাহাড়ে বসবাসরত তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "তারুণ্যের প্রথম ভোট যেন ধানের শীষের পক্ষে হয়।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ক্যসাউ মারমা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাদ্রীয় জয় ত্রিপুরা, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হ্যারিক ত্রিপুরা এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জয়ওয়াই প্রু মারমা প্রমুখ।

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা একসঙ্গে কেক কেটে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। এ সময় বক্তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে নেতাকর্মীদের মধ্যে ইস্পাতকঠিন ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow