কাপ্তাইয়ে জাতীয় নির্বাচন ও গণভোট: জনসচেতনতায় তথ্য অফিসের ‘ভোটালাপ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ২০২৬ সালের গণভোটকে সামনে রেখে ভোটারদের সচেতন ও উজ্জীবিত করতে রাঙ্গামাটির কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো বিশেষ প্রচারণা কর্মসূচি ‘ভোটালাপ’। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে উপজেলার সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন। তিনি তাঁর বক্তব্যে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরে বলেন, “ভোট প্রদান প্রতিটি নাগরিকের পবিত্র ও সাংবিধানিক অধিকার। ভোটের মাধ্যমেই নাগরিকরা তাদের নিজস্ব মতামতের প্রতিফলন ঘটান। আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটাররা যাতে নির্ভয়ে এবং সুষ্ঠু পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য সরকার সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।”
কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। বিশেষ করে গণভোটের গুরুত্ব, তাৎপর্য এবং ভোট প্রদানের প্রক্রিয়া সম্পর্কে উপস্থিত জনতাকে বিস্তারিত ধারণা দেওয়া হয়। স্থানীয় এলাকার শতাধিক নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল আসন্ন নির্বাচন ও গণভোট ঘিরে জনমনে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করা এবং সচেতনতা বৃদ্ধি করা।
What's Your Reaction?
রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ