সাভারে ডিবি পুলিশের অভিযানে ডাকাত ও ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেফতার

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Jan 10, 2026 - 18:11
 0  3
সাভারে ডিবি পুলিশের অভিযানে ডাকাত ও ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেফতার

ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ডাকাত ও ছিনতাইকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সাভার মডেল থানাধীন গেন্ডা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—বরিশাল জেলার মুলাদী থানার লক্ষীপুর গ্রামের মোতাহার মোল্লার ছেলে মোঃ ইমরান হোসেন (২৭) এবং একই জেলার মেহেন্দীগঞ্জ থানার কান্দিরাবাদ গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে মোঃ বাবুল হাওলাদার (৪০)। এর মধ্যে ইমরান বর্তমানে রাজধানীর দারুস সালাম এলাকায় এবং বাবুল সাভারের গেন্ডা এলাকায় বসবাস করতেন।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ও ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ মতিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ সাভারের গেন্ডা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ওই দুইজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘ দিন ধরে সাভার, আশুলিয়া ও ধামরাই থানা এলাকায় সংঘবদ্ধভাবে ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

পুলিশের অপরাধ তথ্য ভাণ্ডার (সিডিএমএস) পর্যালোচনা করে দেখা গেছে, গ্রেফতারকৃত আসামি মোঃ ইমরান হোসেনের বিরুদ্ধে মাদক ও ডাকাতিসহ ৫টি মামলা রয়েছে। এছাড়া অপর আসামি মোঃ বাবুল হাওলাদারের বিরুদ্ধে ১টি ডাকাতি মামলা রয়েছে।

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের ধামরাই থানার একটি ডাকাতি মামলায় (মামলা নং-২৭, তারিখ-২৭/০৬/২০২৪ খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড) গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow