মাগুরায় ‘গরু চোর’ সন্দেহে পিটুনিতে ব্যক্তির মৃত্যু: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Jan 7, 2026 - 17:58
 0  4
মাগুরায় ‘গরু চোর’ সন্দেহে পিটুনিতে ব্যক্তির মৃত্যু: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

মাগুরার সদর উপজেলার ইছাখাদা এলাকায় ‘গরু চোর’ সন্দেহে গণপিটুনিতে আকিদুল হোসেন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আকিদুল হোসেন মাগুরা সদর উপজেলার পাকাকাঞ্চনপুর পূর্বপাড়া এলাকার শহর আলীর ছেলে। পুলিশ নিহতের বিরুদ্ধে আগের চুরির মামলার কথা উল্লেখ করলেও পরিবার একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই এলাকায় গরু চুরির উপদ্রব বেড়ে যাওয়ায় এলাকাবাসী আতঙ্কে ছিল। স্থানীয়দের ভাষ্যমতে, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে টেংয়াখালী এলাকা থেকে গরু চুরি করে পালানোর সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে ইছাখাদা পশ্চিমপাড়া এলাকায় আকিদুলকে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

তবে নিহতের স্ত্রী অধীফা অভিযোগ করে বলেন, “আমার স্বামী গরু চুরির সঙ্গে কোনোভাবেই জড়িত নন। তিনি ঢাকা থেকে রাতে ইছাখাদা বাজারে নামেন। এরপর তাকে ধরে নিয়ে এমন নৃশংস অবস্থা করা হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যা।” নিহতের ছেলে সান মুন জানান, তার বাবা দীর্ঘ দিন সাইপ্রাস প্রবাসী ছিলেন। দেশে ফিরে তিনি ঢাকায় কাঁচামালের ব্যবসা করতেন। তার বিরুদ্ধে আনা চুরির অভিযোগ সম্পূর্ণ সাজানো।

এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ শিবলী সাদিক জানান, ভোর ৫টার দিকে ইছাখাদা গ্রামে গরু ও ছাগল চুরির সময় স্থানীয় জনতা একজনকে আটক করে গণধোলাই দেয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহতের বিরুদ্ধে থানায় পূর্বেই গরু চুরির মামলা রয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে। তদন্ত শেষে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাটি কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা চোর চক্রের বাকি সদস্যদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow