সাংবাদিক মাসুদ রানা ডেঙ্গু আক্রান্ত, দ্রুত আরোগ্য কামনা

মাগুরার মহম্মদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি মাসুদ রানা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত আরোগ্য কামনা করে বিবৃতি দিয়েছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন আগে মাসুদ রানার ডেঙ্গু জ্বর শনাক্ত হয়। প্রাথমিকভাবে তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার মালিবাগে অবস্থিত ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এদিকে, সাংবাদিক মাসুদ রানার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। তিনি সার্বক্ষণিকভাবে তার চিকিৎসার খোঁজখবর রাখছেন এবং সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
মাসুদ রানার অসুস্থতার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তার সহকর্মী সাংবাদিক, বন্ধু-স্বজন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ। তারা সকলেই মহান সৃষ্টিকর্তার কাছে তার দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করেছেন। এক বিবৃতিতে মহম্মদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, মাসুদ রানা একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক এবং তার অসুস্থতায় আমরা গভীরভাবে মর্মাহত। আমরা সার্বক্ষণিকভাবে তার পরিবারের পাশে আছি এবং তার দ্রুত আরোগ্য কামনা করছি।
What's Your Reaction?






