থানচিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে জনসচেতনতায় প্রশাসনের লিফলেট বিতরণ

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Jan 7, 2026 - 17:53
 0  6
থানচিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে জনসচেতনতায় প্রশাসনের লিফলেট বিতরণ

বান্দরবানের থানচিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন। বুধবার (০৭ জানুয়ারি ২০২৬) বিকেলে প্রথমবারের মতো আয়োজিত এই কর্মসূচির নেতৃত্ব দেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল।

বিকেলে উপজেলা সদরের বাজার এলাকা, জনসমাগমস্থল এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সাধারণ মানুষের হাতে নাগরিক তথ্যসংবলিত লিফলেট তুলে দেওয়া হয়। এসময় প্রশাসনের পক্ষ থেকে আসন্ন নির্বাচন ও গণভোটে ভোটারদের অধিকার, ভোটদান পদ্ধতি, নির্বাচনকালীন আচরণবিধি এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণে নাগরিকদের করণীয় সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

গণসংযোগকালে ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল বলেন, ‘একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে নাগরিকদের সচেতনতা অত্যন্ত জরুরি। তথ্যভিত্তিক এই লিফলেটের মাধ্যমে জনগণ নির্বাচন ও গণভোট সংক্রান্ত সঠিক ধারণা পাবেন এবং দায়িত্বশীলতার সঙ্গে তাদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত হবেন।’

কর্মসূচিতে অন্যদের মধ্যে থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদসহ পুলিশ বিভাগের কর্মকর্তা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুধু সদর এলাকাতেই নয়, পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও দুর্গম এলাকাগুলোতেও নির্বাচন ও গণভোট বিষয়ক এই জনসচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow