রুমা আবাসিক উচ্চ বিদ্যালয়ে লটারিতে ভর্তি সুযোগ পেল ৫১ জন শিক্ষার্থী

শৈহ্লাচিং মার্মা, রুমা (বান্দরবান) প্রতিনিধি
Jan 6, 2026 - 21:04
 0  1
রুমা আবাসিক উচ্চ বিদ্যালয়ে লটারিতে ভর্তি সুযোগ পেল ৫১ জন শিক্ষার্থী

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে বান্দরবানের রুমা উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর ভর্তি লটারি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় বিদ্যালয়ের মাল্টিমিডিয়া হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে তৃতীয়, ষষ্ঠ ও নবম শ্রেণিতে মোট ৫১ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে।

এতে সভাপতিত্ব করেন ভর্তি কমিটির সভাপতি ও রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হক শরীফ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পাপিয়া দাস, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য নাংফ্রা খুমী, জনসংযোগ কর্মকর্তা জুড়িমং মারমা, সামাজিক সেবা প্রদান প্রকল্পের সহকারী পরিচালক আলুমং মারমা এবং কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলু ত্রিপুরা। লটারি কার্যক্রম পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন সহকারী শিক্ষক অংসিং মারমা, বাবলা নন্দী ও সুভাষ চাকমাসহ অন্যান্য শিক্ষকরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পরিচালিত এই বিদ্যালয়টি ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়। সম্প্রতি তিনটি শ্রেণিতে ৫১টি শূন্য আসনে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া হলে রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলাসহ বিভিন্ন স্থান থেকে তিন শতাধিক আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই শেষে লটারিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ১২ জানুয়ারির মধ্যে ভর্তি হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

লটারির মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থীদের আসন বণ্টন করা হয়েছে। এর মধ্যে তৃতীয় শ্রেণিতে মোট ২০ জনের মধ্যে মারমা ৬ জন, বম ৫ জন, ত্রিপুরা ৩ জন, খুমী ৩ জন, চাকমা ১ জন, খিয়াং ১ জন ও তঞ্চঙ্গ্যা ১ জন সুযোগ পেয়েছে। ৬ষ্ঠ শ্রেণিতে মোট ১৬ জনের মধ্যে মারমা ৫ জন, ত্রিপুরা ৩ জন, বম ২ জন, খুমী ২ জন, খিয়াং ২ জন, চাকমা ১ জন ও তঞ্চঙ্গ্যা ১ জন নির্বাচিত হয়েছে। এছাড়া নবম শ্রেণিতে মোট ১৫টি আসনের মধ্যে মারমা ১১ জন, বম ২ জন, ত্রিপুরা ১ জন ও চাকমা ১ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow