আলীকদমে শেষকৃত্য ঘিরে তীব্র উত্তেজনা

আবু জুয়েল নুরখান, আলীকদম প্রতিনিধি, বান্দরবানঃ
Nov 14, 2025 - 11:39
 0  1
আলীকদমে শেষকৃত্য ঘিরে তীব্র উত্তেজনা

বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বাবু পাড়ায় এক প্রবীণ ব্যক্তির শেষকৃত্য কেন্দ্র করে তীব্র সামাজিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী দাহ কার্য সম্পাদনে স্থানীয় সামাজিক নেতৃবৃন্দ বাধা দেওয়ায় এলাকায় শান্তিভঙ্গের আশঙ্কা বিরাজ করছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে বাবু পাড়ার ময়েচিং মার্মা (৬৮) মারা যান। তার স্বজনরা শুক্রবার দুপুর ২টায় বাবু পাড়া শ্মশানে দাহ করার প্রস্তুতি নিলেও স্থানীয় দুই প্রভাবশালী ব্যক্তি—সাবেক ইউপি সদস্য ফোগ্য মার্মা ও কার্বারী আবুমং মার্মা—দাহ কার্য বন্ধ করার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।

মৃত ব্যক্তির স্বজনরা স্থানীয়ভাবে বিচারপ্রার্থী হলেও, বাধাদানকারীরা তাঁদের অবস্থান পরিবর্তন করেননি।

ফোগ্য মার্মার দাবি—মৃত ব্যক্তি তাঁদের সমাজের সদস্য নন, তাই তাঁকে শ্মশানে দাহ করার অনুমতি দেওয়া যাবে না।

অন্যদিকে, কার্বারী আবুমং মার্মার সাক্ষরিত একটি পত্রে উল্লেখ আছে—পাড়ার এক বৈঠকে ১৩টি পরিবারকে সমাজচ্যুত করা হয়েছিল। সমাজের কাছে ক্ষমা না চাওয়ায় তাদের শ্মশান ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

নয়াপাড়া ইউপি চেয়ারম্যান কফিল উদ্দিন জানান, বিষয়টি সত্যি এবং দুই পক্ষের মধ্যে তীব্র অস্থিরতা বিরাজ করছে। তিনি সমস্যাটির সমাধানে চেষ্টা করছেন।

স্থানীয়রা আশঙ্কা করছেন—বাধাদান অব্যাহত থাকলে শুক্রবার নির্ধারিত দাহ কার্যকে কেন্দ্র করে বড় ধরনের সংঘর্ষ সৃষ্টি হতে পারে।

২০২৩ সালেও একই এলাকায় অনুরূপ সামাজিক বিরোধের কারণে এক নারীর দাহ কার্য বাধাগ্রস্ত হয়েছিল। তৎকালীন ইউএনও মেহরুবা স্যারের প্রচেষ্টায় পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান হয়েছিল।

এলাকার সচেতন মহলের মতে, মানবিক বিবেচনায় একজন মৃত ব্যক্তির ধর্মীয় রীতি অনুযায়ী শেষকৃত্য সম্পন্ন করা তার মৌলিক অধিকার। তাই সামাজিক শান্তি বজায় রাখতে ও উত্তেজনা এড়াতে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিশ্চিত করা জরুরি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow