ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরীর আগমনে উৎসাহ–উদ্দীপনা
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় শনিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিএনপি'র পথসভা ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান-৩০০ নং আসনে ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক জনাব সাচিং প্রু জেরীর আগমন উপলক্ষে উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনের বিশাল শোডাউন বের করা হয়।
জেলা বিএনপি থেকে আগত নেতৃবৃন্দকে আলীকদম উপজেলার শিবাতলী বাজারসংলগ্ন স্বাগতম গেট এলাকায় বরণ করা হয়। এরপর শিবাতলী বাজার থেকে রেফারফাড়ী বাজার, আবাসিক রাস্তামাতা, চিনারী বাজার, আলীকদম বাস টার্মিনাল এবং ক্যান্টিন মোড় হয়ে নয়াপাড়া ইউনিয়ন পর্যন্ত শোডাউন অনুষ্ঠিত হয়। পরে শোডাউন আলীকদম বাজারে এসে পথসভায় রূপ নেয়।
উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আনসার আহমেদের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী। এতে বান্দরবান জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসহ আলীকদম উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এসময় অতিথিরা জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের পক্ষে ধানের শীষে ভোট দিয়ে প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানান। প্রধান অতিথি সাচিং প্রু জেরী বলেন, “তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব ভেদাভেদ ভুলে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, বান্দরবানের ১১টি জাতিগোষ্ঠী ও বাঙালি, মুসলিম-হিন্দুসহ সব সম্প্রদায়ের মানুষ একই পরিবারের সন্তান। পার্বত্য জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আলীকদম ও বান্দরবানের জনগণ ধানের শীষে ভোট দিয়ে ৩০০ নং আসনটি বিএনপিকে উপহার দিলে সারাজীবন এ অঞ্চলের মানুষের সেবা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সাচিং প্রু জেরী।
What's Your Reaction?
আবু জুয়েল নুরখান, আলীকদম প্রতিনিধি, বান্দরবানঃ