বিধবা ও প্রতিবন্ধীর বিরুদ্ধে ডাকাতি মামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় তিন বিধবা বোন এক প্রতিবন্ধী ব্যক্তির বিরুদ্ধে প্রতিবেশীর ডাকাতি মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানান ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী পরিবারের দাবি তাদের প্রতিবেশী মোঃ ইউনুস মিয়া প্রভাব বিস্তার করে অন্যায় ভাবে তাদের উপর জুলুম নির্যাতন করে যাচ্ছে। তা থেকে তারা মুক্তি পেতে চায়।
১৪ নভেম্বর শুক্রবার সকালে ভুক্তভোগী উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটিদাউদপুর গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে প্রতিবন্ধী মাহবুব আলম, তার বিধবা বোন আসমা আক্তার, আঙ্গুরা বেগম, জোসনা বেগম তাদের সন্তান ইফরান মিয়া ও ইয়াকুব মিয়া নিজ বসতবাড়িতে এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে প্রতিবন্ধী মাহবুব আলম জানান, আমার একটি পা নেই। স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারি না। ক্রেসে দিয়ে হাঁটতে হয়। প্রতিহিংসা পরায়ণ হয়ে আমার বিরুদ্ধে ডাকাতি মামলা দিয়েছে। যা দুঃখজনক ও নিন্দনীয়। আমি উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক দোষীদের বিচার দাবী করছি।
বিধবা বোন আসমা আক্তার জানান, আমাদের পাশ্ববর্তী বাড়ির ইউনুস মিয়া সাথে রাস্তা, কারেন্ট তার আসা ও সীানার কাছের গাছের ডালপালা নিয়ে বিরোধ ছিলো। বিগত পাঁচ বছর আগে সামাজিকভাবে এই সবাই সুরাহা হলেও আমাদের উপর নির্যাতন বন্ধ হচ্ছে না। আমি একজন বিধবা মহিলা নিজের ছেলে সংসার নিয়ে জীবন অতিবাহিত করা কষ্টসাধ্য। আমি সহ আমার সন্তান ও ভাইবোনদের নামে মিথ্যা মামলা দিয়ে আমাদের এলাকা ছাড়া করতে উঠেপড়ে লেগেছে ইউনুস মিয়া ও কিছু দুষ্ট লোক। আমি তাদের এই অন্যায় জুলুম বন্ধ করার দাবী জানাচ্ছি।
মামলার ৫নং সাক্ষী মোঃ শামসু মিয়া জানান, আমাকে এই মামলায় ৫নং সাক্ষী দিয়েছে। কিন্তু আমি এই ধরনের কোন ঘটনা ঘটছে বলে জানি না।
উল্লেখ্য, বিজয়নগর উপজেলার ভিটিদাউদপুর গ্রামের মোহাম্মদ ইউনুস মিয়া ও আব্দুল আউয়াল এর ছেলে মেয়েদের মধ্যে সীমানা সংলগ্ন রাস্তা, বৈদ্যুতিক তার, আশাপাশের গাছের ডালপালা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। তারেই সূত্র ধরে মৃত জাফর আলীর ছেলে মোঃ ইউনুস মিয়া বাদী হয়ে ২৫ অক্টোবর ২০২৫ তারিখে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ: জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (দ্রুত বিচার) আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং সিআর ৫৭৪/২৫। বর্তমানে মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের তদন্তাধীন রয়েছে।
What's Your Reaction?
মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়াঃ