কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Dec 18, 2025 - 20:25
 0  3
কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালীতে নবাগত জেলা প্রশাসক আবু সাঈদ এর কাউখালীতে আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান,বীর মুক্তিযোদ্ধাগন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষকবৃন্দ, সাংবাদিকসহ স্থানীয় ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলার নবাগত জেলা প্রশাসক আবু সাঈদ।উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান,উপজেলা বিএনপি'র সভাপতি এস এম আহসান কবির, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম হাওলাদার, কাউখালী সরকারি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের  আমির নজরুল ইসলাম, ইসলামী আন্দোলনের সভাপতি আলী হোসেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন,সদস্য সচিব শারিফুল আজম সোহেল,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন,ব্যবসায়ী নেতা শোয়াইব সিদ্দিকী প্রমুখ। 

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, বৈষম্যের কারণে দেশ স্বাধীন হয়েছে,জুলাই বিপ্লব হয়েছে। যেখানেই অন্যায় সেখানে প্রতিবাদ করতে হবে, আমাদের বিবেক বুদ্ধি জাগ্রত করতে হবে। আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু,নিরপেক্ষ ও উৎসব মুখর। ভোটাররা নির্ভয় ভোট দিতে যাবে ও তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow