চরভদ্রাসনে নানা আয়োজনে শেষ হল তিন দিনব্যাপী বিজয় উৎসব

আসলাম বেপারি, চরভদ্রাসন প্রতিনিধি, ফরিদপুরঃ
Dec 18, 2025 - 20:20
 0  9
চরভদ্রাসনে নানা আয়োজনে শেষ হল তিন দিনব্যাপী বিজয় উৎসব

ফরিদপুরের চরভদ্রাসনে নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী মহান বিজয় উৎসব। বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত বিজয় মেলার সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ উৎসবের সমাপ্তি ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা আজাদুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ খান, শিক্ষক জাহিদুর রহমান, নজরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মহান বিজয় দিবস উপলক্ষে গত ১৬ ডিসেম্বর থেকে বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় নানা কর্মসূচি। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল চারু কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের মেলা। বিশেষ করে ১৬ ডিসেম্বর সন্ধ্যায় চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানটি হাজারো মানুষের মিলনমেলায় পরিণত হয়। আগত দর্শনার্থীরা জানান, অতীতে বিজয় দিবসে চরভদ্রাসনে এমন বর্ণাঢ্য ও ব্যতিক্রমী আয়োজন আর দেখা যায়নি।

চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক শাহজাহান শিকদার বলেন, চরভদ্রাসনের ইতিহাসে বিজয় দিবস উপলক্ষে এ ধরনের আয়োজন এটিই প্রথম। এই উৎসবের মাধ্যমে দীর্ঘদিন পর মানুষ নির্মল আনন্দ উপভোগ করার সুযোগ পেয়েছে।

তিন দিনব্যাপী এ উৎসব প্রসঙ্গে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, বিজয় উৎসবকে সার্বজনীন আনন্দ উৎসবে পরিণত করতেই উপজেলা প্রশাসন এ উদ্যোগ নিয়েছে। সকল শ্রেণি-পেশার মানুষ যেন নির্মল আনন্দ উপভোগ করতে পারে, সে লক্ষ্যেই সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলার আয়োজন করা হয়। চরভদ্রাসনের মানুষ যেভাবে এ উৎসবকে সানন্দে গ্রহণ করেছে, সেটিই উপজেলা প্রশাসনের সবচেয়ে বড় প্রাপ্তি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow