ফরিদপুরে রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প

ফরিদপুরে সিএসএস-এর প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৯ মে) সকাল ১০টায় ফরিদপুর তকি মোল্লা সড়কের কুঠিবাড়িতে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
সিএসএস - মাইক্রোফাইনান্স প্রোগ্রাম (রাজবাড়ী জোন) এর উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পের উদ্বোধন করেন সিএসএস-এর রিজিওনাল ম্যানেজার (আরএম) তাপস ঘোষ। এসময় উপস্থিত ছিলেন সিএসএস ফরিদপুর-২ এর ব্রাঞ্চ ম্যানেজার মো. শাহিনুজ্জামান এবং ফরিদপুর-১ এর ব্রাঞ্চ ম্যানেজার এসএম রবিউল ইসলাম।
ক্যাম্পে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেন ডা. ফারজানা আক্তার মেরী। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এদিন শতাধিক রোগীকে ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।
রেভারেন্ড পল মুন্সী সিএসএস প্রতিষ্ঠার মাধ্যমে সমাজসেবায় অনন্য ভূমিকা রেখে গেছেন। তাঁর স্মরণে এই আয়োজনকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।
What's Your Reaction?






