ফরিদপুরে আসন্ন ঈদে সড়ক নিরাপত্তা জোরদার করতে জেলা কমিটির সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
May 19, 2025 - 21:24
 0  2
ফরিদপুরে আসন্ন ঈদে সড়ক নিরাপত্তা জোরদার করতে জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (১৯ মে) সকাল ১১ টা ২০ মিনিটে জেলা সড়ক নিরাপত্তা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ফরিদপুরের সড়ক নিরাপত্তা জোরদার, পরিবহন ব্যবস্থার উন্নতি ও অবৈধ যানবাহন ও স্থাপনা নিয়ন্ত্রণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, পুলিশ সুপার (হাইওয়ে পুলিশ) সীমা রানী সরকার, ফরিদপুর টিটিসির অধ্যক্ষ মোঃ আখতারুজ্জামান, বিআরটিএ ফরিদপুর সার্কেলের সহকারী পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন, সিনিয়র তথ্য অফিসার মোঃ মোজাম্মেল হক, ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সাবেক সভাপতি মোঃ কামরুল ইসলাম সিদ্দিকীসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বক্তারা জানান, আসন্ন কুরবানীর ঈদে ফরিদপুরের মহাসড়কের পাশে কোনো গরুর হাট বসতে দেওয়া হবে না। এছাড়া ঈদের আগে বাসে অতিরিক্ত ভাড়া আদায় সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে এবং ফরিদপুর বাস মালিক সমিতি এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। দেশের পরিবহন ব্যবস্থার সিদ্ধান্ত অনুযায়ী ফরিদপুরেও একই নিয়ম কঠোরভাবে প্রয়োগ করা হবে।

ফরিদপুর বাস টার্মিনালে অবৈধ স্থাপনা থাকলে তা দ্রুত উচ্ছেদ করা হবে এবং মাদকমুক্ত বাস টার্মিনাল গড়ে তোলার লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা হবে। সভায় মাদারীপুর ও রাজবাড়ীর হাইওয়েতে পণ্যবাহী পরিবহনে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পাওয়ার কথা উল্লেখ করে, ফরিদপুরেও হাইওয়ে রাস্তায় এ ধরনের অপরাধ থেকে সতর্ক থাকতে হবে বলে নির্দেশনা দেয়া হয়।

অবৈধ ও ফিটনেস বিহীন যানবাহন শনাক্ত করতে মোবাইল কোর্ট পরিচালনার প্রস্তাব দেয়া হয়। এছাড়া হাইওয়েতে অধিকাংশ যানবাহন গতি সীমা অতিক্রম করে চলাচল করায় দুর্ঘটনা বেড়ে যাওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। তাই হাইওয়ের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং নিষিদ্ধ যানবাহন চলাচল বন্ধ করার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। থ্রি হুইলার ও সিএনজি চলাচল বন্ধ করলে দুর্ঘটনা অনেকাংশে কমবে বলে আশা করা হয়।

সভায় সিদ্ধান্ত হয়, যেকোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটলে পুলিশ, ফায়ার সার্ভিস এবং অন্যান্য জরুরি সেবা দ্রুত সাড়া দেবে এবং তৎপরতার সঙ্গে কাজ করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow