ফরিদপুরের ভাঙ্গায় গ্রাম্য দলাদলি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৪০

সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
May 5, 2025 - 18:03
 0  3
ফরিদপুরের ভাঙ্গায় গ্রাম্য দলাদলি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৪০

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরমপট্টি গ্রামে গ্রাম্য দলাদলি ও দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে কুদ্দুস মোল্লা (৫০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রবিবার (৪ মে) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত কুদ্দুস মোল্লা ওই গ্রামের মৃত হামেদ মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ঘারুয়া ইউনিয়নের মকরমপট্টি এলাকার বজলু মুন্সি ও দবির মাতুব্বর গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। রবিবার বজলু মুন্সি গ্রুপের মিরাজ মেম্বার হঠাৎ করে প্রতিপক্ষ দবির মাতুব্বর গ্রুপে যোগ দেন। এই যোগদান উপলক্ষে দবির মাতুব্বর গ্রুপ এক পিকনিকের আয়োজন করে।

এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং রাতের আঁধারে টর্চলাইটের আলোতে দুই পক্ষ ঢাল, সরকি, রামদা, টেটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। প্রায় তিন ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে বজলু মুন্সি গ্রুপের কুদ্দুস মোল্লা ঘটনাস্থলেই নিহত হন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জোবায়ের জানান, “রাত ৮টা থেকে আহত রোগীরা হাসপাতালে আসতে থাকেন। এত সংখ্যক আহত রোগীর চিকিৎসায় কর্তব্যরত চিকিৎসকদের হিমশিম খেতে হয়। আহতদের আর্তনাদে হাসপাতালের পরিবেশ ভারি হয়ে ওঠে।”

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, “এক দল থেকে অন্য দলে যোগদানের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow