ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি হত্যার বিচার দাবিতে উত্তাল শাহবাগ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়। রোববার (২৮ ডিসেম্বর) সকাল থেকেই রাজপথে জড়ো হতে থাকেন বিক্ষুব্ধ জনতা ও ইনকিলাব মঞ্চের কর্মীরা।
পূর্বঘোষণা অনুযায়ী এদিন বেলা ১১টায় শাহবাগে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরুর কথা ছিল। তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে সময় পরিবর্তন করে দুপুর ২টায় মূল কর্মসূচি শুরু করা হয়। এ সময় আন্দোলনকারীরা হাদি হত্যার মূল পরিকল্পনাকারী ও জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।
গত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে দলীয় প্রচারকাজ চালিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন ওসমান হাদি। পথিমধ্যে পল্টন থানার বক্স কালভার্ট রোডে পৌঁছালে মোটরসাইকেলে আসা ফয়সাল করিম মাসুদ ও তার এক অজ্ঞাতনামা সহযোগী চলন্ত অবস্থায় হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে ১৫ ডিসেম্বর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাদিকে গুলি করার ঘটনায় গত ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অপরাধমূলক ষড়যন্ত্র, হত্যাচেষ্টা ও বিপজ্জনক অস্ত্র ব্যবহারের অভিযোগ আনা হয়।
এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ইতোমধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন। তবে পলাতক আসামিদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জোর দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ ও সাধারণ শিক্ষার্থীরা।
What's Your Reaction?
অনলাইন ডেস্কঃ