চমক দেখিয়ে শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা পাকিস্তানের
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে জানুয়ারিতে শ্রীলঙ্কা সফর করবে পাকিস্তান। এই সফরের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত দলে এসেছে বড় পরিবর্তন ও চমক।
বিগ ব্যাশ লিগে ব্যস্ত থাকার কারণে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ এবং মোহাম্মদ রিজওয়ানের মতো তারকা ক্রিকেটারদের এই সিরিজে রাখা হয়নি। তাদের অনুপস্থিতিতে শ্রীলঙ্কা সফরে পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন সালমান আলী আঘা। এই সিরিজ দিয়েই প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন তরুণ প্রতিভা খাজা নাফে।
শ্রীলঙ্কা সিরিজ দিয়ে দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন অলরাউন্ডার শাদাব খান। সবশেষ গত জুনে বাংলাদেশের বিপক্ষে খেলেছিলেন তিনি। বর্তমানে বিগ ব্যাশে সিডনি থান্ডারের হয়ে খেলা শাদাব এই সিরিজে স্পিন বিভাগের নেতৃত্ব দেবেন। তার সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন আবরার আহমেদ, উসমান তারিক ও মোহাম্মদ নাওয়াজ। এছাড়া টপ অর্ডার ব্যাটার সাইম আইয়ুবও খণ্ডকালীন স্পিনার হিসেবে ভূমিকা রাখতে পারেন।
ব্যাটিং লাইনআপ শক্তিশালী করতে দলে রয়েছেন ফখর জামান, সাহিবজাদা ফারহান ও খাজা নাফের মতো বিধ্বংসী ব্যাটাররা। পেস বোলিং ইউনিটে নাসিম শাহ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও সালমান মির্জার সঙ্গে অলরাউন্ডার হিসেবে থাকছেন ফাহিম আশরাফ।
এদিকে ঘোষিত দলের উইকেটরক্ষক ব্যাটার খাজা নাফে ও সাহিবজাদা ফারহান এবারের বিপিএলেও অংশ নিচ্ছেন। ফারহান খেলবেন রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে, আর রংপুর রাইডার্সের জার্সিতে দেখা যাবে নাফেকে। আগামীকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল অভিযান শুরু করবে নাফের রংপুর।
শ্রীলঙ্কার ডাম্বুলায় আগামী ৭, ৯ ও ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপে ‘এ’ গ্রুপে ভারত, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়ার সঙ্গে লড়বে পাকিস্তান।
শ্রীলঙ্কা সিরিজের জন্য পাকিস্তান স্কোয়াড:
সালমান আলী আঘা (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফে, মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাদাব খান, উসমান খান ও উসমান তারিক।
What's Your Reaction?
খেলা ডেস্কঃ