২০ লাখ টাকার অভিযোগ সম্পূর্ণ অসত্য: বেরোবি ছাত্রদল

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি, রংপুরঃ
Dec 6, 2025 - 20:31
 0  7
২০ লাখ টাকার অভিযোগ সম্পূর্ণ অসত্য: বেরোবি ছাত্রদল

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের নবগঠিত কমিটিকে ঘিরে ওঠা আর্থিক লেনদেনের অভিযোগকে “মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক” দাবি করেছেন নবনির্বাচিত নেতারা। এসব অভিযোগের প্রতিবাদ জানাতে তারা শনিবার (৬ ডিসেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নবগঠিত কমিটির সহ-সভাপতি মো. তুহিন রানা। এ সময় সভাপতি মো. ইয়ামিন, সাধারণ সম্পাদক মো. জহির রায়হান, সহ-সভাপতি মো. মাইদুল ইসলাম বাপ্পি, সহ-সভাপতি তুহিন রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিফাত হোসেন রাফি, সাংগঠনিক সম্পাদক সজিব গাজী, দপ্তর সম্পাদক মো. সুমন হোসাইন, প্রচার সম্পাদক মো. মাসুদ রানা, ছাত্রীবিষয়ক সম্পাদক মোছা. আসমা আক্তার খুশি এবং অন্যান্য ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে তুহিন রানা বলেন, ত্যাগী, নির্যাতিত, অ-বিতর্কিত এবং শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠনের ঘোষণা আগে থেকেই দেওয়া হয়েছিল। দীর্ঘ যাচাই-বাছাই শেষে গত ২৭ নভেম্বর ছাত্রদল কেন্দ্রীয় সংসদ বেরোবি শাখার ৯ সদস্যের আংশিক কমিটি প্রকাশ করে।

তিনি বলেন, “দুঃখজনক বিষয় হলো—কমিটি ঘোষণার কয়েকদিন পর ইমরান নামে সাবেক এক শিক্ষার্থী প্ররোচনায় আর্থিক লেনদেনের মতো মিথ্যা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। এগুলো সম্পূর্ণ উদ্দেশ্যমূলক ও মানহানিকর।”

তিনি আরও দাবি করেন, “কমিটি গঠনের দায়িত্বে থাকা মুসা ভাইকে আমরা এক কাপ চা পর্যন্ত করাতে পারিনি। অথচ ইমরান উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন।”
তুহিন অভিযোগ প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, “তা না হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পদবঞ্চিত সভাপতি প্রার্থী ইমরান হোসেন অভিযোগ করে সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন যে শাখা ছাত্রদলের নতুন কমিটি ২০ লাখ টাকার বিনিময়ে গঠিত হয়েছে এবং তার কাছ থেকে প্রাথমিকভাবে ২ লাখ টাকা নেওয়ার পর আরও ১০ লাখ টাকা দাবি করা হয়েছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow