ভাঙ্গায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নির্মাতা তারেক মাসুদের ৬৮তম জন্মদিনে শ্রদ্ধা ও স্মরণ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ৬৮তম জন্মদিন শ্রদ্ধা ও ভালোবাসায় পালন করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার নূরপুর গ্রামে তারেক মাসুদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে সমাধি চত্বরে তার জীবন, কর্ম ও চলচ্চিত্রভুবনে অসামান্য অবদানের স্মরণে আলোচনা সভা ও কবিতা পাঠের আয়োজন করা হয়। প্রভাষক হেদায়েত হোসেনের সঞ্চালনায় তারেক মাসুদের ছোট ভাই সাঈদ মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ভাঙ্গা কেএম কলেজের সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী, আবু তালেব মিয়া, আবু বকর ছিদ্দিক, সাংবাদিক দীলিপ দাস, কমরেড লিয়াকত হোসেন, আবুল কালাম আজাদ, নাজমুল হোসেন, সোহাগ হাসান, সুভাষ চন্দ্র মালো ও প্রভাষ চন্দ্র মালো।
আলোচনা সভায় প্রয়াত তারেক মাসুদের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন তাঁর রত্নগর্ভা মা নুরুন্নাহার মাসুদ। তিনি তারেক মাসুদের শৈশব, নৈতিক শিক্ষা ও দেশপ্রেম নিয়ে কিছু অনুল্লেখ্য স্মৃতিও তুলে ধরেন।
১৯৫৭ সালের ৬ ডিসেম্বর ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নূরপুর গ্রামে জন্মগ্রহণ করেন বাংলা চলচ্চিত্রে নতুন ভাষা ও ধারা যুক্ত করা এই কিংবদন্তি নির্মাতা।
What's Your Reaction?
সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ