পুণ্যার্থীদের ঢলে মুখর চিৎমরম বৌদ্ধ বিহার অষ্টপরিষ্কার দান ও মহাসংঘদান উৎসব সম্পন্ন

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Dec 6, 2025 - 16:27
 0  18
পুণ্যার্থীদের ঢলে মুখর চিৎমরম বৌদ্ধ বিহার অষ্টপরিষ্কার দান ও মহাসংঘদান উৎসব সম্পন্ন

রাঙামাটির কাপ্তাইয়ের চিৎমরম ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহার মাঠ প্রাঙ্গণে দুই দিনব্যাপী অষ্টপরিষ্কার দান ও মহাসংঘদান উৎসব ঘিরে সৃষ্টি হয় এক মহান ধর্মীয় সমাবেশের। শুক্রবার ও শনিবার (৫ ও ৬ ডিসেম্বর) বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ ও বৌদ্ধ ধর্মাবলম্বী উপাসক-উপাসিকাদের যৌথ উদ্যোগে আয়োজিত এ উৎসবে তিন পার্বত্য জেলা থেকে আগত হাজারো ভক্ত-পুণ্যার্থীর উপস্থিতিতে বিহার প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৮টায় অষ্টপরিষ্কার দান ও মহাসংঘদান সম্পন্ন হওয়ার পর অনুষ্ঠিত হয় বিশেষ পর্ব। এ পর্বের সঞ্চালনা করেন অষ্টপরিষ্কার দান ও মহাসংঘদান উদযাপন কমিটির সদস্য সচিব থুইশিহ্লা মারমা পলাশ এবং সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহ্বায়ক উথোয়াই মং মারমা। অনুষ্ঠানে প্রধান পুণ্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য ২৯৯-নং সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

বিশেষ পুণ্যার্থী হিসেবে আরও উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য ৩০০-নং আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক সাচিংপ্রু জেরী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইচ: প্রু মাস্টার, খাগড়াছড়ি জেলা মারমা ঐক্য পরিষদ সভাপতি কংচাইরী মাস্টার, রাঙামাটি জেলা মারমা ঐক্য পরিষদ সভাপতি সাজাই মং মারমা, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি লুসাইমং এবং বান্দরবান পার্বত্য জেলা উৎসব উদযাপন কমিটির সভাপতি চনুমং মারমা।

অনুষ্ঠানের শেষ পর্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। ভক্ত-পুণ্যার্থীদের অংশগ্রহণে এ প্রার্থনা সভায় পুরো বিহার মাঠ প্রাঙ্গণ ছড়িয়ে পড়ে আধ্যাত্মিক আবহে।

এর আগে, শুক্রবার (৫ ডিসেম্বর) চিৎমরম বৌদ্ধ বিহার মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মারমা ঐক্য পরিষদের পরিচিতি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা মারমা ঐক্য পরিষদের সভাপতি সাজাই মং মারমা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উথোয়াই মং মারমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।

দুই দিনব্যাপী এই মহতী ধর্মীয় আয়োজনে তিন পার্বত্য জেলা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো পুণ্যার্থী ও ভক্তের সমাগমে চিৎমরম বৌদ্ধ বিহার পরিণত হয় এক অনন্য ধর্মীয় মহামিলনে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow