রাজবাড়ী-২ আসনে বিএনপির প্রার্থী হারুন-অর রশীদ
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাজবাড়ী-২ (পাংশা–বালিয়াকান্দি–কালুখালী) আসনে বিএনপির মনোনয়ন পেলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর রশীদ। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন।
মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মোঃ হারুন-অর রশীদ বলেন, “নির্বাচনে মনোনয়ন প্রতিযোগিতা শেষ হয়েছে। এখন আমাদের প্রধান লক্ষ্য ধানের শীষকে বিজয়ী করা। সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।” তিনি নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, কোন অবস্থাতেই উচ্ছ্বাস প্রকাশের নামে রং ছিটানো, আনন্দ মিছিল বা কারো প্রতি রুঢ় আচরণ করা যাবে না। বরং সকলকে নফল নামাজ পড়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করার আহ্বান জানান। পাশাপাশি সাধারণ মানুষের যেন কোনও ভোগান্তি না হয় সেদিকে নজর রাখতে বলেন তিনি।
রাজবাড়ী-২ আসনের বিএনপি প্রার্থী মোঃ হারুন-অর রশীদ ১৯৭০ সালের ১ জুলাই পাংশা উপজেলার মাছপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন মরহুম মতিয়ার রহমান। শিক্ষা জীবনে তিনি রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এবং এলএলবি সম্পন্ন করেন প্রাইম ইউনিভার্সিটি, ঢাকা থেকে। পেশায় তিনি ব্যবসায়ী।
ছাত্রজীবনে তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে রাজবাড়ী জেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক, যুগ্ম আহ্বায়ক এবং পরপর দুইবার সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।
What's Your Reaction?
আজমল হোসেন, বালিয়াকান্দি প্রতিনিধি, রাজবাড়ীঃ