রাজবাড়ীতে গ্রেপ্তার আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

মোঃ আজমল হোসেন, স্টাফ রিপোর্টার, রাজবাড়ী
May 3, 2025 - 00:24
 0  2
রাজবাড়ীতে গ্রেপ্তার আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ও বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাদের রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, গত ৪ আগস্ট রাজবাড়ী সরকারি কলেজ ও ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী শান্তিপূর্ণ আন্দোলনের অংশ হিসেবে টি.এন.টি এলাকায় জমায়েত হন। এ সময় একদল সশস্ত্র ব্যক্তি দেশীয় অস্ত্র, রামদা, রড, লোহার পাইপ এবং ককটেল নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে শিক্ষার্থীরা গুরুতর আহত হন। এ ঘটনায় ২৬ আগস্ট রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায়, মামলার তদন্তে অভিযুক্তদের শনাক্ত করে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে সদর থানার উড়াকান্দা বাজারে অভিযান চালিয়ে ফরিদ আলী মোল্লা ও বিশ্বনাথ সাহাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার রাতে গোয়ালন্দঘাট থানার মামলায় জিয়াউর রহমান, সোনাই মিয়া ও সমসের আলীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মামলার তদন্তে কালুখালী, পাংশা ও গোয়ালন্দ উপজেলার বিভিন্ন স্থান থেকে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে রয়েছেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষক লীগের নেতাকর্মীরা।

রাজবাড়ী জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মফিজুর রহমান, রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান এবং গোয়ালন্দঘাট থানার ওসি গণমাধ্যমকে জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow