অপরাধীকে প্রশ্রয় দেওয়া যাবে না : সচিব কামরুজ্জামান চৌধুরী

রিপন মজুমদার, নোয়াখালী জেলা প্রতিনিধি:
May 3, 2025 - 00:18
 0  6
অপরাধীকে প্রশ্রয় দেওয়া যাবে না : সচিব কামরুজ্জামান চৌধুরী

“অপরাধী ও অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া যাবে না। সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে নিজের অবস্থান থেকেই প্রতিবাদী হতে হবে। তাহলেই অপরাধ প্রবণতা কমে আসবে।” — একথা বলেন নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের কৃতি সন্তান, বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এবং সদ্য পদোন্নতিপ্রাপ্ত সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

শুক্রবার বিকেলে একলাশপুর উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে একলাশপুর ইউনিয়ন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে প্রশাসনে যেসব অন্যায় ও অব্যবস্থাপনা চলেছে, তার তীব্র নিন্দা জানাচ্ছি। ভবিষ্যতে যেন এসব পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। দেশের উন্নয়নে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একলাশপুর ইউনিয়ন ফাউন্ডেশনের আহ্বায়ক ও নোয়াখালী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. টিপু সুলতান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. মহিনুজ্জামান, বেলজিয়াম বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারপারসনের বিশেষ সহকারী ইকবাল হোসেন বাবু, ডেপুটি ইন্সপেক্টর অফ পুলিশ রাজশাহী বিভাগের ড. মো. শাহজাহান, চরজব্বার কলেজের সাবেক অধ্যক্ষ শাহজাহান সাজু, কবিরহাট সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মো. ইসমাইল হোসেন, একলাশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান, চৌমুহনী সরকারি এস.এ কলেজের দর্শন বিভাগের অধ্যাপক মো. অহিদুল আলম, প্রাথমিক শিক্ষক সমিতির নোয়াখালী জেলা সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম মামুন, পারটেক্স গ্রুপের ডিজিএম শামীম উদ্দিন এবং একলাশপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবুল বাহার বাবুল।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের পেশাজীবী, শিক্ষক-অভিভাবক, ছাত্র-ছাত্রী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow