ঐতিহ্যবাহী খেলার মাঠ রক্ষায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

শাহাবউদ্দিন আহমেদ, আখাউড়া প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়া
May 3, 2025 - 00:30
 0  6
ঐতিহ্যবাহী খেলার মাঠ রক্ষায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দুর্গাপুর গ্রামের একমাত্র ঐতিহ্যবাহী খেলার মাঠে ভূমি অফিস নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় ক্রীড়াপ্রেমী জনতা। শুক্রবার (২ মে ২০২৫) বিকেল সাড়ে চারটায় দুর্গাপুর টানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন মাঠে এই কর্মসূচির আয়োজন করে স্থানীয় কয়েকটি ক্রীড়া সংগঠন।

কর্মসূচিতে অংশগ্রহণ করেন সাবেক পৌর কাউন্সিলর ও সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট সফিকুল ইসলাম স্বপন, মাদ্রাসা শিক্ষক মুফতি ইব্রাহীম বিন মান্নান, সমাজসেবক ছগির আহমেদ, ক্রীড়ানুরাগী মো. ইমন ভূঁইয়া, শেরে বাংলা স্পোর্টিং ক্লাবের সভাপতি জাহাঙ্গীর মিয়া, নবীন যুব সংগঠনের সভাপতি মো. আলম মিয়া, প্রবাসী প্রতিনিধি রায়হানসহ শতাধিক তরুণ, যুবক ও এলাকাবাসী।

বক্তারা বলেন, “এই মাঠ শুধু খেলার জায়গা নয়, এটি আমাদের শৈশবের স্মৃতি ও প্রাণের স্পন্দন। প্রতিদিন শতাধিক শিশু-কিশোর এখানে খেলাধুলা করে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক।” তারা আরও বলেন, “মাঠে ভবন নির্মাণ মানে ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত করা। প্রয়োজনে আরও বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।”

তারা জোর দাবি জানান, মাঠে কোনো ধরনের স্থাপনা না করে ভূমি অফিস অন্যত্র স্থানান্তর করা হোক। স্থানীয়দের মতে, মাঠের বিকল্প কিছু নেই; এখানে স্থাপনা নির্মাণ মানেই খেলাধুলার পরিবেশ ধ্বংস।

এ বিষয়ে আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন জানান, “প্রায় ৫ বছর আগে প্রকল্পটি স্থানীয়দের অবগত করেই অনুমোদন দেওয়া হয়। তৎকালীন সময়ে কেউ লিখিত আপত্তি জানাননি। আমাদের ধারণা, ভবনটি স্কুলের সাথে মিল রেখে নির্মাণ হলে মাঠের স্বাভাবিক কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটবে না।”

প্রসঙ্গত, এই আন্দোলনে দুর্গাপুর গ্রামের প্রবাসীরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে একাত্মতা প্রকাশ করে মাঠ রক্ষার দাবিতে সোচ্চার ভূমিকা রাখছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow