বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন, খাগড়াছড়ি জেলার নতুন কমিটি গঠন

মোঃ কেফায়েত উল্লাহ, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
May 3, 2025 - 00:38
 0  2
বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন, খাগড়াছড়ি জেলার নতুন কমিটি গঠন

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) খাগড়াছড়ি জেলা ইউনিটের সাধারণ সভায় নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। আজ মাটিরাঙ্গা উপজেলা সদরের জলপাহাড়স্থ শিল্পকলা একাডেমির মিলনায়তনে দিনব্যাপী এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত প্রথম অধিবেশন এবং দুপুর ২টা ৩০ মিনিট থেকে ৪টা পর্যন্ত দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়।

প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সাবেক কমিটির যুগ্ম সম্পাদক কাজল বড়ুয়া এবং সঞ্চালনা করেন মোশারফ হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এস এম জাহাঙ্গীর, হাজী নুরুল হুদা, হাবিবুর রহমান সেলিম, জীবক চাকমা প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন হাজী নুরুল হুদা চৌধুরী। আলোচনার পর সর্বসম্মতিক্রমে ২০২৫-২০২৭ মেয়াদের জন্য এস এম জাহাঙ্গীর আলমকে সভাপতি এবং আবুল কাশেমকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি জীবক চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, কোষাধ্যক্ষ বিপ্লব বড়ুয়া, দপ্তর সম্পাদক বিপুল বড়ুয়া, প্রচার সম্পাদক আলী হায়দার এবং নির্বাহী সদস্য কাজল বড়ুয়া, ফরিদা ইয়াসমিন ও মিতা চাকমা। উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন হাজী নুরুল হুদা চৌধুরী, প্রিয়দর্শী বড়ুয়া ও মো. আলমগীর হোসেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow