স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন রুমিন ফারহানা

অনলাইন ডেস্কঃ
Dec 23, 2025 - 15:57
 0  3
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন রুমিন ফারহানা
ছবি : সংগৃহীত

বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দুই দফায় প্রার্থী ঘোষণা করলেও শুরুতে ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া–২ ও ব্রাহ্মণবাড়িয়া–৬ আসন ফাঁকা রাখা হয়। পরে জোটগত সমঝোতার অংশ হিসেবে আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেয় বিএনপি।

এই আসনে দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। সম্ভাব্য প্রার্থী হিসেবে তাঁর নাম ঘুরে ফিরলেও জোট সমঝোতার কারণে শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন পাননি তিনি।

তবে মনোনয়ন না পেলেও নির্বাচনী মাঠ ছাড়ছেন না রুমিন ফারহানা। বাংলাদেশ প্রতিদিনকে তিনি নিশ্চিত করেছেন, ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। তিনি বলেন, “দল থেকে মনোনয়ন না পেলেও আমি এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো।”

জোটকে ছেড়ে দেওয়া আসনে নির্বাচন করলে দলীয় কোনো কঠিন সিদ্ধান্তের মুখে পড়তে হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, “আশা করি, সেটা আমার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। মনোনয়ন কেনার আগেই সম্মানের সঙ্গে দল থেকে পদত্যাগ করবো। দু-এক দিনের মধ্যেই মনোনয়ন ফরম সংগ্রহ করবো।”

তিনি আরও বলেন, “স্বতন্ত্র প্রতীক হিসেবে কোন প্রতীক পাবো বা দেওয়া হবে, সেটা পরে দেখা যাবে। তবে একটি কথা না বললেই নয়—আমি আশা করি, এই এলাকার মানুষের ভালোবাসা এখনো আমার সঙ্গে আছে। তারা এর জবাব ভোটের মাধ্যমেই দেবে।”

স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুমিন ফারহানার এই ঘোষণায় ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের নির্বাচনী সমীকরণ নতুন করে আলোচনায় এসেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow