নগরকান্দায় সরকারি জমি দখলের অভিযোগ, দোকানঘর নির্মাণে প্রভাবশালীর নাম

মিজানুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
Dec 16, 2025 - 00:35
 0  5
নগরকান্দায় সরকারি জমি দখলের অভিযোগ, দোকানঘর নির্মাণে প্রভাবশালীর নাম

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও যুবলীগের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি ঢাকা মহানগর উত্তর যুবলীগের ক্রীড়া সম্পাদক সেলিম মৃধা।

স্থানীয় সূত্রে জানা যায়, নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের নগরকান্দা–ফরিদপুর সড়কের পাশে অবস্থিত তালমা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের সামনের সরকারি জমিতে একাধিক দোকানঘর নির্মাণ করা হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, বিজয় দিবসকে কেন্দ্র করে প্রশাসনের ব্যস্ততাকে সুযোগ হিসেবে নিয়ে এসব নির্মাণকাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

এলাকাবাসী জানান, স্বাস্থ্যকেন্দ্রসংলগ্ন পাকা সড়কের পাশের সরকারি জমি দখল করে দোকানঘর গড়ে তোলা হচ্ছে, যা জনস্বার্থের পরিপন্থী এবং আইনবিরোধী। এতে সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের পরিবেশও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে সেলিম মৃধার বক্তব্য জানতে নির্মাণস্থলে গেলে তাকে পাওয়া যায়নি। একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

সরকারি জায়গা দখলমুক্ত করা, জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা এবং স্বাস্থ্যকেন্দ্রের পরিবেশ রক্ষায় দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow