নওগাঁয় ডাসকো ফাউন্ডেশনের ষান্মাসিক সিএসও সভা অনুষ্ঠিত, ২৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Dec 15, 2025 - 21:42
 0  3
নওগাঁয় ডাসকো ফাউন্ডেশনের ষান্মাসিক সিএসও সভা অনুষ্ঠিত, ২৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা

জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের ফলে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষার লক্ষ্যে বাস্তবায়নাধীন ‘এনগেজ (ENGAGE)’ প্রকল্পের আওতায় নওগাঁ জেলা সুশীল সমাজ সংগঠন (সিএসও) ডাসকো ফাউন্ডেশনের ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) নওগাঁ শহরের বাটার মোড় এলাকার মেইন রোডে অবস্থিত জে এফ সি রেস্টুরেন্টে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মো. মোফাজ্জল হোসেন। এতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, পরিবেশগত অবক্ষয় এবং এ পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সুশীল সমাজের ভূমিকা ও করণীয় বিষয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা করা হয়।

আলোচনায় অংশ নেন ডাসকো ফাউন্ডেশনের ‘এনগেজ’ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রুহুল আমীন এবং এরিয়া ম্যানেজার মাকসুদা খাতুন। এছাড়াও সভায় সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাগরিকা বিশ্বাস, মো. মোকসেদ আলী, আলমগীর হোসেন, সোনিয়া আক্তার সিমু, কান্তি কুমার সরকার, মো. আরাফাত হোসেন (সুমন), দিপঙ্কর, মোর্শেদা বেগম, পলি দেবনাথ, এম. সাখাওয়াত হোসেন, মর্জিনা বেগম, মোছা. শম্পা আক্তার, মো. আখতার হোসেন (মুকুল), রাখি রানী, মোছা. অনন্যা ইয়াসমিন, শারমিন বেগম, পারুল আক্তার, সাথী আরা, মেহেদী হাসান অন্তর, মো. আরফান আলী, মো. আব্দুস সাত্তার প্রামাণিক, এস. এম. বেলাল হোসেন ও মো. নূরে আলম সিদ্দিকীসহ অনেকে।

সভাশেষে ডাসকো ফাউন্ডেশনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে ২৫ সদস্যবিশিষ্ট নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন মো. মোফাজ্জল হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন শামসাদ খানম সূচি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow