শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আলোচনা সভা

মাহমুদুল হাসান, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
Dec 15, 2025 - 21:38
 0  3
শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আলোচনা সভা

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে শহরের ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু, সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন, সহ-সভাপতি মোঃ ইব্রাহীম খান সাদাত, অর্থ সম্পাদক মোশাররফ হোসেন বেলাল, সংস্কৃতি ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মোজাম্মেল চৌধুরী।

এছাড়াও বক্তব্য দেন ডেইলি পোস্টের প্রতিনিধি সৈয়দ মোহাম্মদ আকরাম, দৈনিক দিনকালের নিয়াজ মোহাম্মদ খান বিটু, দৈনিক দিনদর্পণের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ নজরুল ইসলাম শাহজাদা, ৭১ টিভির প্রতিনিধি জালাল উদ্দিন রুমী, একুশে টিভির মীর মোহাম্মদ শাহিন, আর টিভির আজিজুর রহমান পায়েল, মাছরাঙা টেলিভিশনের আশেক মান্নান হিমেল, দৈনিক মানবকণ্ঠের খন্দকার শফিকুল আলম, দৈনিক নতুন সময়ের আবুল হাসনাত রাফি, দৈনিক আমার সময়ের আল মামুন, সাংবাদিক খন্দকার রায়হান ও বাংলাদেশ গার্ডিয়ানের চয়ন বিশ্বাস বিশ্বাসসহ আরও অনেকে।

বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, স্বাধীনতার চেতনা ও বিজয়ের মূল্যবোধ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে।

আলোচনা সভা শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow