নোয়াখালীতে যুবদলের মিলাদ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ
নোয়াখালীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
সোমবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকার সুগন্ধা কমিউনিটি সেন্টারে নোয়াখালী জেলা যুবদলের উদ্যোগে এবং বেগমগঞ্জ উপজেলা যুবদল ও পৌর যুবদলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান অসুস্থতার জন্য দায়ী ছিল বিগত ফ্যাসিবাদী হাসিনা সরকার। সময়মতো তাঁকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেওয়া হয়নি।”
তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়ার সুস্থতা দেশ ও জাতির জন্য অত্যন্ত প্রয়োজন। আমরা তাঁর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করছি।”
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মফিজুর রহমান দীপু, জেলা যুবদলের সহসভাপতি কুতুব উদ্দিন মিলন, সহ-সাধারণ সম্পাদক নুরুল আমিন, ৮ নম্বর বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহেদুর রহমান শাহিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুমন, যুগ্ম আহ্বায়ক সায়েম হোসেন সুমন, আব্দুর রশিদ মাসুদ, জামাল উদ্দিন, আবুল কালাম আজাদ এবং পৌর যুবদলের সদস্যসচিব জিএস নিজাম উদ্দিনসহ যুবদল ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
What's Your Reaction?
রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ