হাদীর ওপর গুলিবিদ্ধ হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদীর ওপর ঢাকায় গুলিবিদ্ধ হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
শনিবার (১৩ ডিসেম্বর) বেলা কাপ্তাই উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে এসে সমাবেশে রূপ নেয়।
সমাবেশে বক্তব্য দেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. মো. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন, সাংগঠনিক সম্পাদক বাবু উথোয়াই মং মারমা প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, শরীফ ওসমান হাদীর ওপর হামলাটি পূর্বপরিকল্পিত। জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই এই নৃশংস হামলা চালানো হয়েছে বলে তারা দাবি করেন। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
সমাবেশে হুঁশিয়ারি দিয়ে নেতারা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী হলেও এ ধরনের বর্বর হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
What's Your Reaction?
রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ