সন্ত্রাস–মাদকমুক্ত বাসযোগ্য পিরোজপুর গড়াই আমাদের অঙ্গীকার: মাসুদ সাঈদী
মহান বিজয় দিবস উপলক্ষে পক্ষকালব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কর্মসূচির উদ্বোধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর পৌরসভা। বুধবার (১০ ডিসেম্বর) সকালে পিরোজপুর সদর হাসপাতালে এই কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “স্বৈরাচারী শাসনামলে দক্ষিণাঞ্চলের অন্যতম দুর্নীতিগ্রস্ত জেলায় পরিণত হয়েছিল পিরোজপুর। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সরকারি দপ্তর—সবখানেই প্রতিষ্ঠিত হয়েছিল দুর্নীতি, চাঁদাবাজি ও টেন্ডারবাজির অদৃশ্য সিন্ডিকেট। ন্যায়বিচার ছিল উপেক্ষিত, উন্নয়ন সীমাবদ্ধ ছিল কাগজে-কলমে। সাধারণ মানুষ ভুগেছে নিরাপত্তাহীনতা, বেকারত্ব ও বৈষম্যের চাপে।”
তিনি বলেন, “আজ পিরোজপুরবাসীর মাঝে পরিবর্তনের যে নতুন আশা তৈরি হয়েছে, তা আমাদের সম্মিলিত অর্জন। সন্ত্রাস, মাদক, দুর্নীতি ও চাঁদাবাজির ঘৃণ্য চক্র ভেঙে দিয়ে একটি স্বচ্ছ, শান্তিপূর্ণ ও বসবাসযোগ্য পিরোজপুর গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক স্বচ্ছতা ও জনসম্পৃক্ততা অপরিহার্য।”
মাদকমুক্ত সমাজ নির্মাণে তরুণদের নৈতিক শিক্ষা, ক্রীড়া ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “মাদক ব্যবসায়ীদের কোনো আশ্রয়–প্রশ্রয় দেওয়া হবে না। সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে, আর এ যুদ্ধে জনগণই হবে সবচেয়ে বড় শক্তি।”
পিরোজপুরের উন্নয়নচিত্র তুলে ধরে মাসুদ সাঈদী বলেন, “স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগব্যবস্থা ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা উন্মোচনে আমরা কাজ করছি। এমন একটি পিরোজপুর চাই—যেখানে মানুষ নিরাপদে রাত কাটাবে, মা-বোনেরা নির্ভয়ে চলবে, যুবসমাজ গড়বে নিজের ভবিষ্যৎ, আর দুর্নীতি আর কখনো মাথা তুলতে পারবে না।”
তিনি আরও বলেন, “পিরোজপুরের উন্নয়নযাত্রায় আপনাদের প্রত্যেকের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্ত্রাস–মাদকমুক্ত একটি আধুনিক, ন্যায়ভিত্তিক ও বাসযোগ্য পিরোজপুর গড়তে আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাব—এই হোক আমাদের অঙ্গীকার।”
পিরোজপুর পৌর আমীর ইসহাক আলী খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর সিভিল সার্জন ডা. মোঃ মতিউর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ নিজামউদ্দিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, পৌর সেক্রেটারি মোঃ আল আমিন, সহকারী সেক্রেটারি আনসারুজ্জামান হালিম, মাজলিসুল মুফাসসিরীনের জেলা সভাপতি মাওলানা আমিরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর সভাপতি সিরাজুল ইসলামসহ পৌরসভার প্রতিটি ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিগণ।
What's Your Reaction?
মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ