নোয়াখালীতে একাধিক মামলার আসামিকে গণপিটুনিতে হত্যা
নোয়াখালীর বেগমগঞ্জে একাধিক মামলার আসামি ফখরুল ইসলাম মঞ্জু ওরফে বলিকে গণপিটুনিতে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন হত্যা মামলার আসামিদের স্বজন ও স্থানীয় বাসিন্দারা।
গত সোমবার সকালে বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামে বলিকে পিটিয়ে হত্যা করা হয়। পুলিশ জানায়, নিহত বলি ওই এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে ছিনতাই, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রমসহ একাধিক মামলা রয়েছে। নিহত বলি চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খালাসী বাড়ির বদিউজ্জামানের ছেলে। ঘটনার পরদিন, মঙ্গলবার তাঁর বাবা বদিউজ্জামান বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় আটজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও আটজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মানববন্ধনে অংশ নেওয়া খালেদা আক্তার বলেন, “বলি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। গত দুই-তিন বছর আমরা তার ভয়ে মুখ খুলতে পারিনি। সিএনজি থামিয়ে যাত্রীদের নামিয়ে টাকা-পয়সা লুটে নিত সে। তার অত্যাচারে সবাই অতিষ্ঠ ছিল।”
আরেক ভুক্তভোগী আশরাফ আলী বলেন, “আমার ছেলেকে নষ্ট করার জন্য বলিই দায়ী। সে ইয়াবা-গাঁজাসহ বিভিন্ন মাদকের ব্যবসা করত। গ্রামবাসী তার নির্যাতনে টিকতে পারছিল না।”
এলাকার আম্বিয়া খাতুন জানান, “আমাদের পাশেই সে টর্চার সেল বানিয়ে রেখেছিল। কেউ প্রতিবাদ করলে সেখানে নিয়ে কারেন্ট শক দেওয়া হতো। মহিলারা দিনের বেলায়ও বের হতে ভয় পেতেন।”
গ্রামবাসীর অভিযোগ, দীর্ঘদিনের নির্যাতনে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী বলিকে গণপিটুনি দেয়। এতে সে মারা যায়। কিন্তু তার পর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে বলে দাবি করেন তারা।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, “এই মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার না হলে আমরা রাজপথ ছাড়ব না। নোয়াখালীর ডিসি ও এসপির কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।”
এলাকাবাসী জানান, তাদের দাবি মানা না হলে তারা আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন।
What's Your Reaction?
রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ